স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-২ গোলে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল বার্সাকে। ওই ম্যাচেরই একেবারে শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলেন মেসি এবং বিলবাওয়ের খেলোয়াড় আসিয়ের ভিয়ালিবরের মাথায় আঘাত করে বসেন।
সেই ঘটনায় রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে সরাসরি লাল কাড দেখান। বার্সেলোনা ক্লাবের ইতিহাসে ৭৫৩টি ম্যাচ খেলার পর এই প্রথম লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যান মেসি।
ওই সময়ই গুঞ্জন শুরু হয়, যে অপরাধ করেছেন মেসি, তাতে ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিবৃতিতে জানিয়েছে, মেসিকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।