পুনের মেয়র মূরলিধর মোহল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘সম্ভবত নির্মানধীন ভবরের ছয় তলায় আটকে পড়েছিলেন তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বের হতে পারেননি।’
মেয়র জানান, ওই ভবনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই পাঁচ জন ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন।
পুণের জেলাশাসক রাজেশ দেশমুখও পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুনের মঞ্জরি এলাকায় সিরামের টিকা তৈরির এই কারখানা অবস্থিত। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
সিরামের প্রধান নির্বাহি আদার পুনাওয়ালা টুইটারে বলেছেন, ‘আমরা এইমাত্র কিছু বিপর্যয়কর খবর পেয়েছি। আরও তদন্তের পর আমরা জানতে পেরেছি, দুর্ভাগ্যজনকভাবে ওই ঘটনায় কিছু প্রাণহানি হয়েছে। আমরা অত্যন্ত মর্মাহত এবং মৃতদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক জানাচ্ছি।’