জুলি পায়েটের বিরুদ্ধে কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ নিয়ে একটি নিরপেক্ষ পর্যালোচনাও সম্পন্ন হয়। সেক্ষেত্রে পর্যালোচনার বিবরণগুলো নেতিবাচক হওয়ার জুলি তার পদ ছাড়লেন।
এর আগে গত বুধবার জুলি পায়েটের সঙ্গে দেখা করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে পদত্যাগ করতে বলেন।
জুলির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কানাডার চিফ জাস্টিস রিচার্ড ওয়াগনার অন্তর্বর্তীকালীন কানাডার গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি হিসাবে জুলি ২৯তম গভর্নর জেনারেল হিসাবে মনোনীত হন। গভর্নর জেনারেল পদটি আলঙ্কারিক, অনেকটা বাংলাদেশের রাষ্ট্রপতির মতো।
নতুন কোনো গভর্নর জেনারেল নিয়োগ না হওয়ার আগ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রিচার্ড ওয়াগনার অন্তর্বর্তীকালীন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন।