রোববার (৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা লাল বেলুন উড়াচ্ছিলেন। এই রং সু চির এনএলডির প্রতিনিধিত্ব করে। তারা বিক্ষোভের সময় চিৎকার করে বলছিল, ‘আমরা সামরিক একনায়কতন্ত্র চাই না। গণতন্ত্র চাই।’
বিক্ষোভকারীরা রোদের মধ্যে এনএলডির পতাকা হাতে বিক্ষোভ করেন। তারা এসময় তিন আঙ্গুল দিয়ে স্যালুট দিচ্ছিলেন। যা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বাসের চালক গাড়ির হর্ন বাজিয়ে বিক্ষোভের সমর্থন করেন। এছাড়া যাত্রীরা সু চির ছবি ধরেছিলেন।
বিক্ষোভ দমন করতে শুরুতে ফেসবুক ও পরে টুইটার, ইনস্টাগ্রামও বন্ধ করে জান্তা সরকার। শেষ পর্যন্ত পুরো ইন্টারনেট সেবাই বন্ধ করে দিয়েছে সামরিক সরকার।