মিয়ানমারের রাস্তায় হাজার হাজার মানুষ

মিয়ানমারের রাস্তায় হাজার হাজার মানুষ
মিয়ানমারে প্রেসিডেন্ট উইন্ট মিন্ট ও ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সাং সুচিকে সেনাবাহিনীর আটক ও ক্ষমতা দখলের প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো দ্বিতীয় বৃহত্তর শহর ইয়াঙ্গুনে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা লাল বেলুন উড়াচ্ছিলেন। এই রং সু চির এনএলডির প্রতিনিধিত্ব করে। তারা বিক্ষোভের সময় চিৎকার করে বলছিল, ‘আমরা সামরিক একনায়কতন্ত্র চাই না। গণতন্ত্র চাই।’

বিক্ষোভকারীরা রোদের মধ্যে এনএলডির পতাকা হাতে বিক্ষোভ করেন। তারা এসময় তিন আঙ্গুল দিয়ে স্যালুট দিচ্ছিলেন। যা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বাসের চালক গাড়ির হর্ন বাজিয়ে বিক্ষোভের সমর্থন করেন। এছাড়া যাত্রীরা সু চির ছবি ধরেছিলেন।

বিক্ষোভ দমন করতে শুরুতে ফেসবুক ও পরে টুইটার, ইনস্টাগ্রামও বন্ধ করে জান্তা সরকার। শেষ পর্যন্ত পুরো ইন্টারনেট সেবাই বন্ধ করে দিয়েছে সামরিক সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া