শেষ প্রান্তিকে মালয়েশিয়ার জিডিপি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়েছে, যা পূর্বানুমানের চেয়ে কিছুটা বেশি। বিশ্লেষকরা আলোচ্য সময়ের জন্য ৩ দশমিক ১ শতাংশ সংকোচনের পূর্বাভাস দিয়েছিলেন। চতুর্থ প্রান্তিকের এই নেতিবাচক ফল দেশটির পুরো অর্থবছরের দুর্দশা আরো বাড়িয়ে দিয়েছে। সার্বিকভাবে গত অর্থবছরে দেশটির অর্থনীতি ৫ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে, যেখানে সরকারের পক্ষ থেকে ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ সংকোচনের প্রাক্কলন করা হয়েছিল। মালয়েশিয়ায় ১৯৯৮ সালের পর জিডিপিতে এত বড় পতন আর কখনো দেখা যায়নি।
সংকোচনের এই মাত্রা দেশটির অর্থনীতির জন্য আরো বেশি চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। সিঙ্গাপুরভিত্তিক ওভারসি-চাইনিজ ব্যাংকিং করপোরেশনের অর্থনীতিবিদ উইলিয়ান উইরান্টো বলেন, বছর শেষে এসেও দেশটির অর্থনীতিতে এই নেতিবাচক ধারা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং বিষয়।
ব্যাংক নেগারা মালয়েশিয়ার গভর্নর নুর শামসিয়াহ বিনতে মোহাম্মদ ইউনুস অবশ্য প্রয়োজন হলে নীতিগত সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে যে অবস্থানে রয়েছে, তাতে প্রয়োজন দেখা দিলে অর্থনৈতিক কার্যক্রমে আরো বেশি সহায়তা দেয়া সম্ভব। সূত্র ব্লুমবার্গ।