ন্যু ক্যাম্পে শনিবার রাতে ৫-১ গোলের জয় তুলে নেয় রোনাল্ড কোম্যানের দল। লা লিগায় কাতালান ক্লাবটির এটি টানা সপ্তম জয়। যে জয়ের সুবাদে রিয়াল মাদ্রিদকে তিনে ঠেলে দুই নম্বরে এখন বার্সা।
২২ ম্যাচে ৪৬ পয়েন্ট দলটির। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে। আর ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। অর্থাৎ এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট এগিয়ে তারা।
বার্সেলোনার হয়ে গোল মুখ খোলেন ত্রিনকাও। ২৯ মিনিটে ইলাইস মোরিবা এসিস্ট থেকে গোল আদায় করেন তিনি। দুজনই বার্সেলোনার হয়ে প্রথম লা লিগা ম্যাচ খেলতে নেমেছিলেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে মেসি গোল আদায় করলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। তবে বিরতির পর ব্যবধান কমায় আলাভেস। গোল করেন লুইস রিওহা।
৭৪ মিনিটে মেসির এসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করেন ত্রিনকাও। পরের মিনিটেই মেসি পান নিজের দ্বিতীয় গোলের দেখা। তাতে বার্সা এগিয়ে যায় ৪-১ গোলে।
৮০ মিনিটে জুনিয়র ফিরপো ব্যবধান ৫-১ করেন। যে গোলে অবদান রাখেন ফরাসি তারকা গ্রিজম্যান। তার আগে মেসির গোলেও অবদান তার।
৩৩ বছর বয়সী মেসি এদিন লা লিগায় নিজের ৫০৫তম ম্যাচ খেলতে নেমেছিলেন। যা যৌথভাবে ক্লাব রেকর্ড। মেসি এদিন স্পর্শ করলেন জাভিকে। অপেক্ষা এখন রেকর্ডটি শুধুই নিজের করার।