করোনার লড়াইয়ে সহযোগিতা জোরদার করতে সম্মত জি৭

করোনার লড়াইয়ে সহযোগিতা জোরদার করতে সম্মত জি৭
বিশ্ব অর্থনীতির প্রায় অর্ধেকের মতো নিয়ন্ত্রণ করা গ্রুপ অব সেভেনভুক্ত (জি৭) দেশগুলোর নেতারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন। পাশাপাশি করোনার টিকাদানে দরিদ্র দেশগুলোর জন্য ৭৫০ কোটি ডলার তহবিল জোগানের অঙ্গীকার করেছেন।

মাসখানেক ধরেই বিশ্বে করোনা- ভাইরাসের টিকাদান শুরু হয়েছে। টিকাদানে ধনী ও গরিব দেশগুলোর মধ্যে ফুটে ওঠা বৈষম্য নিয়ে সম্প্রতি সতর্ক করে দেয় জাতিসংঘ। কয়েকদিন পরই জি৭ নেতারা এ নিয়ে ভার্চুয়াল বৈঠকে মিলিত হলেন। সেখানে বৈশ্বিক টিকাদান কর্মসূচিতে তারা আর্থিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন।

ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের এ জোটের যৌথ বিবৃতিতে বলা হয়, এসিটি-এ (অ্যাকসেস টু কভিড-১৯ টুলস এক্সিলারেটর) এবং কোভ্যাক্সকে অঙ্গীকার করা ৪ বিলিয়ন ডলারেরও বেশিসহ সব মিলিয়ে আজ আমাদের আর্থিক তহবিল দাঁড়াচ্ছে ৭৫০ কোটি ডলারে।

যদিও অনেক নেতাই নিজ দেশে টিকাদান কর্মসূচি নিয়ে চাপের মুখে পড়েছেন। তাই উন্নয়নশীল বিশ্বে ঠিক কতগুলো টিকা দিতে সমর্থ হবেন কিংবা কখন দেবেন, সে ব্যাপারটি নিশ্চিত করে তারা বলতে রাজি নন।

ভার্চুয়াল এ বৈঠকের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, টিকার ন্যায্য বিতরণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। কিন্তু তিনি এও বলেন, জার্মানিতে কোনো টিকাদান কর্মসূচি বিপদাপন্ন হতে যাচ্ছে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না