মাসখানেক ধরেই বিশ্বে করোনা- ভাইরাসের টিকাদান শুরু হয়েছে। টিকাদানে ধনী ও গরিব দেশগুলোর মধ্যে ফুটে ওঠা বৈষম্য নিয়ে সম্প্রতি সতর্ক করে দেয় জাতিসংঘ। কয়েকদিন পরই জি৭ নেতারা এ নিয়ে ভার্চুয়াল বৈঠকে মিলিত হলেন। সেখানে বৈশ্বিক টিকাদান কর্মসূচিতে তারা আর্থিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন।
ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের এ জোটের যৌথ বিবৃতিতে বলা হয়, এসিটি-এ (অ্যাকসেস টু কভিড-১৯ টুলস এক্সিলারেটর) এবং কোভ্যাক্সকে অঙ্গীকার করা ৪ বিলিয়ন ডলারেরও বেশিসহ সব মিলিয়ে আজ আমাদের আর্থিক তহবিল দাঁড়াচ্ছে ৭৫০ কোটি ডলারে।
যদিও অনেক নেতাই নিজ দেশে টিকাদান কর্মসূচি নিয়ে চাপের মুখে পড়েছেন। তাই উন্নয়নশীল বিশ্বে ঠিক কতগুলো টিকা দিতে সমর্থ হবেন কিংবা কখন দেবেন, সে ব্যাপারটি নিশ্চিত করে তারা বলতে রাজি নন।
ভার্চুয়াল এ বৈঠকের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, টিকার ন্যায্য বিতরণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। কিন্তু তিনি এও বলেন, জার্মানিতে কোনো টিকাদান কর্মসূচি বিপদাপন্ন হতে যাচ্ছে না।