চীনা চান্দ্রবর্ষে অধিকাংশ শ্রমিক বাসায় ছুটি কাটাতে না যাওয়ায় কারখানা কার্যক্রম অন্য সময়ের মতো স্থবির হয়ে পড়েনি। ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে বেশির ভাগ শ্রমিকই তাদের কর্মস্থলের আশপাশে ছিলেন। এ কারণে ছুটি শেষে কারখানা চালুর সঙ্গে সঙ্গেই তারা কাজে যোগ দেয়। এতে আকরিক লোহার দাম প্রথম কর্মদিবসেই চাঙ্গা হয়ে ওঠে।
২০২১ সালে চীন থেকে চাহিদা শক্তিশালী থাকবে বলে মনে করছে বিএইচপি গ্রুপ। এবং এতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন চাঙ্গার আশা করা হচ্ছে।
চলতি বছর ডালিয়ান আকরিক লোহার দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে।