সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা পাশিনিয়ানকে পদত্যাগের আহ্বান জানানোর পরই ওই বরখাস্তের নির্দেশ দেন সরকারপ্রধান। তবে প্রেসিডেন্টের সম্মতি না পাওয়ায় ওই নির্দেশের বাস্তবায়ন ভেস্তে গেছে।
প্রেসিডেন্ট দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির একমাত্র উদ্দেশ্য সাংবিধানিক আদেশ ও নিরাপত্তা হুমকি থেকে দেশকে রক্ষা করা, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সশস্ত্র বাহিনীর কার্যকারিতা নিশ্চিত করা।
প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো আদেশে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়ে নিজের আপত্তিসহ এটি ফেরত পাঠান প্রেসিডেন্ট আর্মেন সারগসায়ান।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি আর্মেনিয়ার সেনাপ্রধানসহ একদল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবির পর দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হয়। একপর্যায়ে সামরিক অভ্যুত্থানের ব্যাপারে সতর্কবার্তা উচ্চারণ করেন প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
সামরিক বাহিনীর চাপ ছাড়াও নিজের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার সেনাপ্রধান অনিক গ্যাসপারিয়ানকে বরখাস্তের ঘোষণা দেন তিনি। একইসঙ্গে সেনা সদস্যদের শুধু তার নির্দেশ পালনের আহ্বান জানান তিনি। এখন পাশিনিয়ান সরকার প্রেসিডেন্টের সমর্থন না পাওয়ায় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো।