চাকরি স্থায়ী করার দাবিতে বৃহস্পতিবার সকালে কারওয়ানবাজারে অবস্থিত ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় ঘেরাও করেন সারাদেশ থেকে আসা প্রায় দুই শতাধিক কর্মী।
ইন্সুরেন্সটির কর্মীদের এই ঘেরাও কর্মসূচির মধ্যে প্রতিষ্ঠানটির সিইও চলতি মাসেই চাকরি স্থায়ী করার আশ্বাস দেন। এই আশ্বাসে দুপুর ২টার দিকে তারা আন্দোলন স্থগিত করে ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় ত্যাগ করেন।
এ বিষয়ে আন্দোলনে অংশ নেয়া নজরুল ইসলাম বলেন, সিইও স্যার আমাদের আশ্বাস দিয়েছেন এ মাসেই চাকির স্থায়ী করবেন। স্যারের এই আশ্বাসে আমরা আন্দোলন বন্ধ করেছি। আশা করি সিইও স্যার আমাদের যে আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন করবেন।
এর আগে আন্দোলনে অংশ নেয়ার বিষয়ে এই কর্মী বলেন, ১৫-২০ বছর ধরে ক্যাজুয়াল কর্মকর্তা হিসেবে চাকরি করলেও আমাদের চাকরি স্থায়ী করা হচ্ছে না। বেতনও দেয়া হচ্ছে খুবই সামান্য। শ্রমিক নীতিমালার কোনোকিছুই মানা হচ্ছে না। দফায় দফায় চাকরি স্থায়ী করার আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এ কারণে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
চাকরি স্থায়ী করার দাবির আন্দোলনে নেতৃত্ব দেয়া আনোয়ার হোসেন বলেন, আমি মাস্টার্স পাস করে চাকরিতে ঢুকেছি। আমার চাকরির বয়স সাড়ে ৮ বছর হয়ে গেছে। আমাকে এখন বেতন দেয়া হয় ৭ হাজার ৮৪৯ টাকা। একদিকে চাকরি স্থায়ী করা হচ্ছে না, অন্যদিকে নামমাত্র বেতন। এতে আমরা মানবেতর জীবন-যাপন করছি। তাই চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে নেমেছি।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল এ নাসের বলেন, সবার চাকরি স্থায়ী করা হবে। তাদের চাকরি স্থায়ী করা সংক্রান্ত চিঠি ইস্যু হয়েছে। বিষয়টি তারা জানে না। এ কারণে হয়তো আন্দোলন করছে। শিগগিরই তাদের চাকরি স্থায়ী করা হবে।