আলোচ্য সপ্তাহে ডিএসইতে সূচকের সাথে লেনদেনও কমেছে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২১.৯২ শতাংশ।
এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬৬ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪১০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৮৩৩ টাকা। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৮৫৭ টাকা।
এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬৭৬ কোটি ৬৬ লাখ ৮৭ হাজার ২৪ টাকা বা ২১ দশমিক ৯২ শতাংশ।
গত সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ।
আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহন ছিল ১৮ দশমিক ৮৩ শতাংশ।
শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহন ছিল ১ দশমিক ২৬ শতাংশ। ডিএসইর লেনদেনে গেলো সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ১ দশমিক ২৪ শতাংশ।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে সব ধরনের মূল্য সূচক কমেছে।
ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৯৫.৭৫ পয়েন্ট বা ২.১৪ শতাংশ। ডিএসই শরীয়াহ সূচক ২৮.৯৭ পয়েন্ট বা ২.৭৭ শতাংশ কমেছে। অন্যদিকে ডিএসই৩০ সূচক কমেছে ৩০.১৩ বা ২.০২ শতাংশ।
গত সপ্তাহে ৬৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আলোচ্য সময়ে ৩৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে বেড়েছে ৯৭টি, কমেছে ২৩৭টি, অপরিবর্তিত রয়েছে ২৪টি এবং লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।