8194460 স্কুল শিক্ষকের উদ্ভাবিত রোবট কথা বলছে ৪৭ ভাষায়! - OrthosSongbad Archive

স্কুল শিক্ষকের উদ্ভাবিত রোবট কথা বলছে ৪৭ ভাষায়!

স্কুল শিক্ষকের উদ্ভাবিত রোবট কথা বলছে ৪৭ ভাষায়!
৪৭টি ভাষায় কথা বলতে সক্ষম একটি রোবট তৈরি করেছেন ভারতের একজন স্কুল শিক্ষক। ওই শিক্ষকের নাম দীনেশ প্যাটেল। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের খবরে বলা হয়েছে, ‘শালু’ নামের এ রোবট বানাতে খুব কম টাকা খরচ হয়েছে।

দীনেশ প্যাটেল মুম্বাই আইআইটির কেন্দ্রীয় বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক। বাস করেন উত্তরপ্রদেশের জৈনপুর জেলার রাজমালপুর গ্রামে। বলিউডের সিনেমা ‘রোবট’ দেখে অনুপ্রাণিত হয়ে সেখানেই রোবট বানানোর কাজ শুরু করেন। তিন বছরের চেষ্টায় সফলতা মিলেছে। এখন রোবটটি নয়টি স্থানীয় (ভারতীয়) ভাষা ও ৩৮টি বিদেশি ভাষা।

প্যাটেল আইএএনএসকে বলেন, প্লাস্টিক, কার্ডবোর্ড, কাঠ, অ্যালুমিনিয়াম ইত্যাদি বর্জ্য পদার্থ ব্যবহার করে শালু তৈরি করা হয়েছে। এটি তৈরি করতে তিন বছর সময় লেগেছে। ব্যয় ছিল প্রায় ৫০ হাজার রুপি। তিনি বলেন, এটি একটি প্রোটোটাইপ রোবট। এর চেনার ক্ষমতা আছে, মনে রাখার ক্ষমতা আছে এবং সাধারণ জ্ঞান, গণিত ইত্যাদি প্রশ্নের উত্তরও দিতে পারে।

প্যাটেল জানান, শালু মানুষকে শুভেচ্ছা জানাতে পারে, আবেগ প্রদর্শন করতে পারে, সংবাদপত্র পড়তে পারে, রেসিপি আবৃত্তি করতে পারে এবং আরও অনেক কাজ করতে পারে। এটি স্কুলে শিক্ষক এবং অফিসে রিসেপশনিস্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে।ৃ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না