গরমে চুলের যত্নে যা যা করতে পারেন-
*যতটা সম্ভব খোলা হাওয়ায় হাটার চেষ্টা করুন। বাতাস চলাচল করে এমন জায়গা চুলের জন্য উপকারী। চুলের গোঁড়ায় বাতাস ঢুকলে চুল পড়া অনেকটা কমে যাবে।
*বাইরে থেকে এসে পাখার বাতাসে চুল শুকিয়ে নিন। চুল বেশিক্ষণ বেধে না রেখে খোলা রাখুন। এতে চুলের গোড়া নরম হবে না এবং চুল পড়া রোধ হবে।
*ধুলাবালি ও ঘামের কারণে চুল নিষ্প্রাণ হয়ে যায় এতে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখতে হবে চুলের গোঁড়ায় যেন শ্যাম্পু লেগে না থাকে।
* গরমে অনেকের চুলে খুশকির প্রবণতা বেড়ে যায় সেজন্য আপনারা খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে ভাল ফল পাওয়ার জন্য শ্যাম্পু ব্যবহারের পূর্বে মাথার ত্বকে হালকা তেল মালিশ করে নিতে পারেন।
*চুলের যত্নে টক দই, মেহেদি পাতা, মেথি গুড়া, কাগজি লেবুর কয়েক ফোটা রস একসঙ্গে মিশিয়ে চুলের গোঁড়ায় লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। টক দই ময়েশ্চারাইজারের কাজ করে, মেথি গুড়া খুশকি দূর করে এবং কাগজি লেবুর রস চুলকে উজ্জ্বল করে। ভাল ফলের জন্য এভাবে অন্তত মাসে একবার ব্যবহার করুন।
*চুলের নিষ্প্রাণ ভাব দূর করার জন্য প্রোটিন ট্রিটমেন্ট যেমন ডিমের সাদা অংশ, পাকা কলা, টকদই একসঙ্গে মিশিয়ে চুলে লাগাতে পারেন।
*চুল পড়া কমাতে আমলকীর রস ও ক্যাস্টর অয়েল চুলের গোঁড়ায় মালিশ করে এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
*গরমে চুল আঁটসাঁট করে না বেধে পাঞ্চ ক্লিপে হালকা করে বাধুন।
*চুল শুকাতে হেয়ার ড্রায়ারের গরম বাতাস পরিহার করুন।
*গরমে চুলের যত্নে রোদে গেলে ছাতা ব্যবহার করতে পারেন এতে ঘাম কম হবে এবং ধুলাবালি থেকে ও চুল রক্ষা পাবে।