পাবলিক ইস্যু রুলস অনুযায়ি, ওয়ালটন থেকে প্রস্তাবিত দরে শেয়ার কিনতে হবে যোগ্য বিনিয়োগকারীকে। এক্ষেত্রে শেয়ার সর্বোচ্চ দর প্রস্তাবকারী থেকে বিতরন শুরু হবে, যা ক্রমানয়ে নিচের দিকে নামবে এবং যে মূল্যে বিতরন শেষ হবে, সেটাই কাট-অফ প্রাইস হবে।
দেখা গেছে, ওয়ালটনের নিলামে প্রতিটি শেয়ারে সর্বোচ্চ ৭৬৫ টাকা থেকে শুরু হয়ে ক্রমানয়ে নেমেছে। এক্ষেত্রে নামতে নামতে ৩১৫ টাকায় এসে ৬১ কোটি টাকার চাহিদা পূরণ হয়েছে। ফলে কাট-অফ প্রাইস হয়েছে ৩১৫ টাকা। এখন যে ৭৬৫ টাকায় দর প্রস্তাব করেছে, তাকে ৭৬৫ টাকা করেই শেয়ার কিনতে হবে। আর যে ৩১৫ টাকায় দর প্রস্তাব করেছে, সে ৩১৫ টাকায় শেয়ার পাবে।