তেল বাণিজ্যে বড় ধাক্কা সৌদির, মুনাফায় ধস

তেল বাণিজ্যে বড় ধাক্কা সৌদির, মুনাফায় ধস
তেল বাণিজ্যে বড় ধরনের ধাক্কা খেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এনার্জি জায়ান্ট সৌদি আরামকো’র মুনাফা গত বছর প্রায় অর্ধেক কমেছে।

করোনা মহামারীতে বিশ্বব্যাপী তেলের চাহিদা কমে যাওয়ার কথা বলা হয়েছে। খবর এএফপি’র।

এনার্জি জায়ান্ট আরামকো এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালে কোম্পানিটির মুনাফা ৪৪.৪ ভাগ কমেছে। গত বছর আয় ছিল ৪৯ বিলিয়ন ডলার যা এর আগের বছর ছিল ৮৮.২ বিলিয়ন ডলার।

বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। তেলের দাম কমে যাওয়া এবং উৎপাদন কমিয়ে দেওয়ায় দ্বিগুণ ধাক্কা খেয়েছে দেশটির তেল রপ্তানি।

এনার্জি বিশ্লেষকরা বলছেন, করোনা সংক্রমণের আরেক দফা ঢেউয়ের ফলে সৃষ্ট পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে সৌদি এনার্জি জায়ান্টকে। কারণ, এর ফলে বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য পুনরুদ্ধার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে এবং তেলের বৈশ্বিক চাহিদা আরও কমবে।

দেশটির অর্থের মূল জোগানদাতা আরামকো ২০১৯ সাল থেকে আয়ের হিসাব প্রকাশ করে আসছে। তখন থেকেই কোম্পানিটির আয় ধারাবাহিকভাবে কমছে। চাপে পড়ে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে মাল্টি-বিলিয়ন ডলারের প্রকল্প নিতে বাধ্য হয়েছে রিয়াদ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া