মঙ্গলবার (২৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হার বিগত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সংক্রমণের হার রোধকল্পে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের আবশ্যকীয়ভাবে মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত সূত্রোক্ত সার্কুলার ও সার্কুলার লেটারসমূহের মাধ্যমে প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করার জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে।
সার্কুলারে আরও বলা হয়, শাখা/আঞ্চলিক পর্যায়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক পর্যায়ে পরিপালিত হচ্ছে কী না সে বিষয়ে মনিটরিং নিশ্চিত করার জন্যও নির্দেশনা প্রদান করা হলো।