এআইবিইএ সভাপতি রাজেন নাগরের বক্তব্য়, ব্য়াংক শিল্পে কোনও রকম সমস্যা সৃষ্টি হোক তারাও চান না, এজন্য় লাগাতার ধর্মঘটে নামার আগে অন্য ভাবে প্রতিবাদ করতে চান। তিনি ইঙ্গিত দিয়েছেন , যেদিন কেন্দ্র ব্যাংক বেসরকারিকরণের সিদ্ধান্ত কার্যকরী করবে অথবা সংসদে এই বিষয়ে বিল আনবে সেদিন থেকে এই লাগাতার ধর্মঘটে পথে হাটা হবে। প্রথমে একাধিক দিন কিংবা টানা চারদিন ধর্মঘটে যাওয়া হবে। তাতেও সরকারের অবস্থান না বদলালে তখন লাগাতার ধর্মঘট শুরু হবে। অন্য়দিকে বেফি সাধারণ সম্পাদক দেবাশিস বসুচৌধুরী জানিয়েছেন, সরকারি এহেন সিদ্ধান্তের বিরোধিতা করে পাঁচ কোটি সই সংগ্রহ করা হচ্ছে। তারপরে সেই সই করা স্মারকলিপি জমা করা হবে । তাঁর মতে, এত মানুষের সই সরকারের উপর চাপ সৃষ্টি করবে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে যখন ভোটের দামামা বেজে গিয়েছে তখনই আবার দেখা গিয়েছে দেশজুড়ে ব্যাংক এবং বিমা শিল্পে ধর্মঘট ৷ গত সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার আর্থিক ক্ষেত্রের অন্তর্গত প্রধান এই দুটি ক্ষেত্রে মোট চারদিনের ধর্মঘট হয়েছে ৷ ১৫ এবং ১৬ মার্চ ব্যাংকের ধর্মঘট রয়েছে ৷ আবার ১৭ মার্চ সাধারণ বিমার এবং ১৮ মার্চ জীবন বিমা কর্মী অফিসারেরা ধর্মঘট করেছেন ।