এক টুইট বিক্রি হলো ২৪ কোটি টাকায়

এক টুইট বিক্রি হলো ২৪ কোটি টাকায়
টুইটারে দেওয়া এক লাইনের একটি পোস্ট বিক্রি হয়েছে ২৪ কোটি টাকায়। ১৫ বছর আগে ২০০৬ সালের ২১ মার্চ ওই পোস্টটি করেছিলেন টুইটারের জনক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জ্যাক ডরসি।

সম্প্রতি এক নিলামে ২৯ লাখ ডলারে বিক্রি হয় টুইটটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৪ কোটি ৬৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ টাকা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার এক নিলামে মালয়েশিয়ার ব্রিজ ওরাকল ফার্মের প্রধান নির্বাহী সিনা এসটাভি ওই টুইটটি কিনে নিয়েছেন। নিলাম জেতার পর তিনি এই টুইটকে বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মোনালিসার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘আমার ধারণা, মোনালিসার মতোই বহু বছর পর মানুষ এই টুইটের আসল মূল্য অনুধাবন করতে সমর্থ হবে।’

‘নন-ফানজিবল টোকেন’ (এনএফটি) হিসেবে এটি বিক্রি করা হয় টুইটটি। এর ক্রেতা হিসেবে জ্যাক ডরসির ডিজিটাল স্বাক্ষর সম্বলিত অসাধারণ একটি ডিজিটাল সনদ পাবেন তিনি। এতে টুইটটি পোস্ট করার সময়, টুইটের কনটেন্ট ইত্যাদির উল্লেখ থাকবে।

বিবিসি জানিয়েছে, এটিই ছিল জ্যাক ডরসির প্রথম টুইট। এতে তিনি লিখেছিলেন, ‘আমার টুইটার মাত্র তৈরি করছি।’ মূলত দাতব্য কাজে তহবিল সংগ্রহের জন্য এটি নিলামে তোলেন তিনি।

উল্লেখ্য, ডিজিটাল দুনিয়ায় এনএফটি হচ্ছে বিশ্বে ‘এ ধরনের একটিই আছে’ এমন সম্পদ যা অন্য যে কোনও সম্পদের মতো কেনাবেচা করা যায়। ডিজিটাল টোকেন হওয়ায় এর বাহ্যিক কোনও আকৃতি নেই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া