আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
সম্প্রতি ডেলিভারো জানায়, চলতি বছরের প্রথম দুই মাসে তাদের অর্ডার মূল্য গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। সামনের দিনগুলোয় আরো প্রচুর সুযোগ আছে বলেও জানান ডেলিভারোর প্রতিষ্ঠাতা উইল সু।
২০১৩ সালে যাত্রা শুরু করে বর্তমানে যুক্তরাজ্যের ২০০ শহরে কার্যক্রম পরিচালনা করা ডেলিভারো জানায়, তারা তাদের লাভের অর্থ পুনরায় ব্যবসায় বিনিয়োগের চিন্তা করছে। যুক্তরাজ্যের বাহিরেও মেইনল্যান্ড ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের ১২টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে জানায় কোম্পানিটি।
ডেলিভারো জানায়, তাদের ব্যবসা বৃদ্ধি করার প্রচুর সুযোগ রয়েছে। সপ্তাহে সাতদিন করে তিনবেলায় ২১টি মিল অপশন আছে। বর্তমানে তারা অনলাইনে এর কম অর্ডার গ্রহণ করছে। ফলে তারা ভবিষ্যতে পুরো ২১টি মিলের অর্ডার নেয়ার চিন্তা করছে। তারা ১০০ কোটি পাউন্ডের নতুন শেয়ার বিক্রি করবে। পাশাপাশি বর্তমান শেয়ারহোল্ডাররাও তাদের কিছু শেয়ার বিক্রি করতে পারবে। গত রোববার উইল সু জানান, তিনি ব্যবসা থেকে ৬ দশমিক ২ শতাংশ নগদ অর্থ গ্রহণ করবেন; যার আনুমানিক মূল্য ৫৫ কোটি পাউন্ড হতে পারে।
বর্তমানে ডেলিভারো উবার ইটস, জান্ট ইটস ও অন্যান্য ফুড ডেলিভারি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করছে। এখন পর্যন্ত এটি শুধু ডেলিভারি প্লাটফর্ম হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। তবে ভবিষ্যতে তারা রাইডারদের নিয়ে একটি বিশাল নিজস্ব ডেলিভারি বহর গঠন করার চিন্তা করছে। বর্তমানে লন্ডনে কার্যক্রম পরিচালনাকারী অন্যান্য ফুড ডেলিভারি প্রতিষ্ঠানও চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে স্থায়ী রাইডার নিয়োগের পরিকল্পনা করছে।