ইন্দোনেশিয়ায় তেল পরিশোধনাগারে ভয়াবহ আগুন

ইন্দোনেশিয়ায় তেল পরিশোধনাগারে ভয়াবহ আগুন
ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়ার অন্যতম বৃহত্তম একটি তেল পরিশোধনাগারে। আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি পের্টামিনা পরিচালিত বালোঙ্গান পরিশোধনাগারে।

এতে অন্তত পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিযে নেয়া হয়েছে আশপাশের প্রায় ৯৫০ অধিবাসীকে। নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন।

টিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, সোমবার সকালেও দাউদাউ করে আগুন জ্বলছে তেল পরিশোধনাগারটিতে।

স্থানীয় মেট্রো টিভিকে এক বাসিন্দা বলেন, আমরা প্রথমে জ্বালানির তীব্র গন্ধ পাই, এত তীব্র যে আমার নাক জ্বলছিল। তখনই আমরা বজ্রপাতের শব্দ শুনি।

পের্টামিনা বলছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে তা শুরু হয়েছিল ভারী বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে।

পরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, আগুনে তাদের তেল পরিশোধন সক্ষমতায় কোনও সমস্যা হয়নি। তবে সতর্কতাস্বরূপ আপাতত তেলপ্রবাহ নিয়ন্ত্রণ এবং পরিশোধনাগারটি বন্ধ রাখা হচ্ছে।

আগামী পাঁচদিনের মধ্যে সব কার্যক্রম আবারও চালু হবে বলে আশা করছে পের্টামিনা কর্তৃপক্ষ।

জাকার্তা থেকে ২০০ কিলোমিটার দূরবর্তী বালোঙ্গান পরিশোধনাগারটি দৈনিক ১ লাখ ২৫ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া