ভারতের সরকার ১৫ এপ্রিল পর্যন্ত প্রায় সব ধরনের ভিসা দেওয়া বাতিল করেছে। আজ ভারতের ক্রীড়া সচিব আন্তর্জাতিক ম্যাচগুলো দর্শকহীন মাঠে খেলানোর ইচ্ছার কথা জানিয়েছেন। ক্রিকেট খেলা ভারতে এমনিতেই ভীষণ জনপ্রিয়। সেখানে দর্শকহীন মাঠে আন্তর্জাতিক ম্যাচের কথা ভাবাই যায় না। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৬৮জন।
ধর্মশালা ছাড়াও লক্ষ্ণৌ ও কলকাতায় দুটি ওয়ানডে খেলবে ভারত-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দুটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের ‘জনসমাগম এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ ভারতের ক্রীড়া সচিব আরএস ঝুলানিয়া বলেন, ‘ম্যাচগুলো দর্শক ছাড়াও অনুষ্ঠিত হতে পারে।’ ভারতের সংবাদমাধ্যমকে ঝুলানিয়া জানিয়েছেন, ‘খেলাধুলা হয়তো ঠিক সময়মতোই মাঠে গড়াবে তবে সাধারণ মানুষের সমাগম এড়ানোর নির্দেশ রয়েছে।’
ধর্মশালায় ম্যাচের নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে মাস্ক পরে মাঠে ঢুকতে দেখা গেছে দর্শকদের। হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুমিত শর্মার ভাষ্য, ‘আমরা এ নিয়ে কোনো নির্দেশনা পাইনি।’ মাঠে খেলা দেখতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা কিন্তু ঘটছে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, মেলবোর্নে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গ্যালারির দর্শক করোনায় আক্রান্ত হয়েছেন।