মূলধন বাড়াতে বন্ড ছাড়বে লঙ্কাবাংলা ফাইন্যান্স

মূলধন বাড়াতে বন্ড ছাড়বে লঙ্কাবাংলা ফাইন্যান্স
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড মূলধন বাড়াতে বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি জিরো কূপন বন্ড ছেড়ে ৩০০ কোটি টাকা উত্তোলন করবে।

মঙ্গলবার (০৬ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদের ১২৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানির পেইড আপ ক্যাপিটাল ৫৩৮ কোটি ৮৯ লাখ ৯ হাজার টাকা। শেয়ারের দাম ২৭ টাকা ১০ পয়সা।

কোম্পানি সূত্রে জানা গেছে, ১০ টাকা অভিহিত মূল্য নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ছেড়ে তিনশ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রথমে বাংলাদেশ ব্যাংক এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে কোম্পানিটি।

লঙ্কাবাংলা ফাইন্যান্স সর্বশেষ ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। কোম্পানির ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৪টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৫৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২ দশমিক ৪৩ শতাংশ, বিদেশিদের হাতে রয়েছে ৪ দশমিক ১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৯ দশমিক ৮৯ শতাংশ শেয়ার।

দেড় হাজার কোটি টাকার স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণে থাকা প্রতিষ্ঠানটি সর্বশেষ বছর অর্থাৎ ২০২০ সালের তিন প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৮ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত