ন্যাশনাল ব্যাংকের এমডি পদে থাকতে পারবে না এএসএম বুলবুল

ন্যাশনাল ব্যাংকের এমডি পদে থাকতে পারবে না এএসএম বুলবুল
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) থাকতে পারবেন না এএসএম বুলবুল।

তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে মঙ্গলবার (৬ এপ্রিল) ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ৬ এপ্রিল জারি করা চিঠির মাধ্যমে এএসএম বুলবুলকে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োজিত করা হয়েছে, যা কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের নির্দেশনার পরিপন্থী। এ অবস্থায় এএসএম বুলবুলকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষাভাবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সোমবার (৫ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্য একটি চিঠিতে এএসএম বুলবুল আহমেদ ন্যাশনাল ব্যাংকে কর্মরত আছেন কি না তা জানতে চাওয়া হয়। থাকলে তার পক্ষে ন্যাশনাল ব্যাংকে তার পক্ষে দলিলাদি প্রেরণ করতে বলা হয়। অন্যথায় বুলবুলকে ব্যাংকের সকল দায়িত্ব থেকে বিরত রাখতে বলা হয়।

সোমবার পাঠানো ওই চিঠিতে গত বছরের ২৬ ডিসেম্বরের পর ন্যাশনাল ব্যাংকের অনুষ্ঠিত সকল পর্ষদ ও নির্বাহী সভা এবং ঋণ অনুমোদন ও বিতরণের পূর্ণাঙ্গ তথ্যও প্রেরণ করতে বলে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখিত সময়ে পর্ষদ ও নির্বাহী সভা অনুষ্ঠিত না হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ব্যতীত সকল ঋণের মঞ্জুরী ও বিতরণ স্থগিত করতে বলা হয়।

এছাড়াও ওই চিঠিতে রংধনু বিল্ডার্স, দেশ টিভি, রুপায়ন ও শান্তা এন্টারপ্রাইজকে দেয়া সব ঋণের দলিলাদি এবং পূর্ণাঙ্গ হিসাব বিবরণী প্রেরণ করতে বলে বাংলাদেশ ব্যাংক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি