রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, আরবিআই পেমেন্ট ওয়ালেটের আপগ্রেডের কাজও শুরু হয়েছে।ব্যবহারকারীদের এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে অর্থ স্থানান্তর করার স্বাধীনতা পাওয়া উচিত।তবে এখনই, গুগল পে বা পেটিএমের ওয়ালেট থেকে একে অপরের ওয়ালেটে অর্থ স্থানান্তর করা যাবে না।সাধারণ মানুষ যাতে নগদের ব্যবহার কমিয়ে বেশি করে ডিজিটাল লেনদেন করে, সে জন্য পিপিআই এবং নন-ব্যাংক পিপিআইগুলির ক্ষেত্রে নগদ তোলার সুবিধা চালুর প্রস্তাবও দিয়েছে আরবিআই।
অপরদিকে পেটিএম, মোবিক্যুইক, গুগল পে, ফোনপে-র মতো পেমেন্ট সিস্টেম অপারেটরদের ক্ষেত্রেও এ বার আরটিজিএস এবং এনইএফটি পরিষেবা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই)। অনলাইনে সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করতে এই দুই ব্যবস্থার ব্যবহার করে ব্যাংকগুলো। এ বার থেকে পেটিএম, মোবিক্যুইকের মতো প্ল্যাটফর্মগুলিতেও এই ব্যবস্থার ব্যবহার করে আর্থিক লেনদেন করা যাবে। করোনা পরবর্তী অধ্যায়ে অনলাইন লেনদেনে আরও বেশি করে জোর দিতে এবং ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) প্রক্রিয়ার বিস্তারের জন্যই কেন্দ্রীয় ব্যাংকটির এই সিদ্ধান্ত।
করোনা পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির ধাক্কা সামাল দিতে আগামী ত্রৈমাসিকের রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক। বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর তথা মনিটরি পলিসি কমিটির চেয়্যারম্যান শক্তিকান্ত দাস । যার অর্থ আগামী ৩ মাসও ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করছে না শীর্ষ ব্যাংক।আগামী অর্থবর্ষে জিডিপির পূর্বাভাস রাখা হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। তবে আরবিআই গভর্নরের আশা, চলতি আর্থিক বছরের দ্বিতীয়ার্ধে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে।