শনিবার (১০ এপ্রিল) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে ভারতে ১ লক্ষ ৬৮ হাজার ৪৩৬ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস। তবে সক্রিয় রোগীর সংখ্যায় বিপুল বৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করছে।
আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৬৭ হাজার ২৩ জন। এর জেরে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ ৪৬ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এত সংখ্যক সক্রিয় করোনা রোগী এই প্রথমবার হল। গত বছর ১৮ সেপ্টেম্বর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার।