ভারতে করোনায় একদিনে শনাক্ত প্রায় দেড় লাখ

ভারতে করোনায় একদিনে শনাক্ত প্রায় দেড় লাখ
করোনা ভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বিশ্বরেকর্ড গড়ছে। দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। বিগত কয়েকদিনে করোনা পরিস্থিতির ভয়ানক অবনতি হয়েছে দেশটিতে।

শনিবার (১০ এপ্রিল) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে ভারতে ১ লক্ষ ৬৮ হাজার ৪৩৬ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস। তবে সক্রিয় রোগীর সংখ্যায় বিপুল বৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করছে।

আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৬৭ হাজার ২৩ জন। এর জেরে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ ৪৬ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এত সংখ্যক সক্রিয় করোনা রোগী এই প্রথমবার হল। গত বছর ১৮ সেপ্টেম্বর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া