২০১৮ সালের পর আইপিএলের সেরা চারে উঠা হয়নি কলকাতার। ২০১৪-তে জিতেছিল শেষ আইপিএল ট্রফি। এবার নতুন মৌসুমে দলটির শিরোপা চাই। নতুন অভিযানে রয়েছেন দলটির নতুন অধিনায়ক এউয়ন মরগ্যান। সঙ্গে ফেরানো রয়েছে কলকাতার দুই শিরোপার অন্যতম নায়ক সাকিব আল হাসানকে।
এবারের আইপিলে কলকাতা জোর দিয়েছে স্পিন আক্রমণে। সাকিবকে দলে নেওয়ার পাশাপাশি অভিজ্ঞ হারভাজন সিংকেও নিয়েছে। পাশাপাশি সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা তো রয়েছেনই।
সাকিবসহ কলকাতায় বিদেশী ক্রিকেটার রয়েছেন এউয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, বেন কাটিং, লোকি ফার্গুসন, টিম সাইফার্ট। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুম্বাই-বেঙ্গালুরুর ম্যাচ দেখার পরে কলকাতা শিবিরের ধারণা পরিষ্কার, মন্থর গতির পিচ অপেক্ষা করছে তাদের জন্য। এজন্য স্পিন আক্রমণ দিয়েই একাদশ সাজানো হবে।
সেক্ষেত্রে অলরাউন্ডার হিসেবে সাকিবের দলে থাকার সম্ভাবনা অনেক বেশি। আবার মরগ্যান জানিয়েছেন, সাকিব আসায় দলের বৈচিত্র ও ভারসাম্য বেড়েছে। বাঁ-হাতি স্পিন বোলিংয়ের সঙ্গে বড় শট নেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশের সুপারস্টারের। গত বার মিডল অর্ডারে ব্যাটিংয়ে ভুগেছিল নাইটরা। সাকিব আসায় মাঝের দিকের ব্যাটিংয়ে ভারসাম্য বাড়বে।