আগামী রোববার (১৮ এপ্রিল) থেকে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে, বুধবার থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে ব্যাংকিং লেনদেন বন্ধের এ সিদ্ধান্ত জানানো হয়।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বুধবার (১৪ এপ্রিল) থেকে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এই বিধিনিষেধের মধ্যে ব্যাংক বন্ধ রাখার বিষয়টিও ছিল। তবে মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশনায় ‘বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা’ দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার সচিব মোঃ রেজাউল করিম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য অনুরোধ করা হলো।