ভারতে টিকা র কাঁচামাল রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ভারতে টিকা র কাঁচামাল রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ভারতে করোনাভাইরাসে লাগামহীন তাণ্ডব চলছে। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতেও দেশটিতে টিকার উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রয়োজনী কাঁচামালের অভাবে টিকা প্রস্তুতকারী কোম্পানিগুলো করোনার টিকা তৈরি করতে পারছে না। কেননা, টিকার কাঁচামাল আমদানি হতো যুক্তরাষ্ট্র থেকে। সেটি রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন।

ইনডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ভারত একাধিকবার যুক্তরাষ্ট্রে কাছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছে। কিন্তু দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, নিজ দেশে টিকার কাজ শেষ না করে কাঁচামাল রফতানি করা যাবে না।
নেড প্রাইস বলেন, আগামী ৪ জুলাইয়ের মধ্যে আমেরিকার প্রত্যেককে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে দেশ। তাতে যেন ঘাটতি না পড়ে, তাই এই মুহূর্তে টিকার কাঁচামাল রফতানি করা যাবে না। আগে দেশের মানুষের কথা ভাবা হচ্ছে। তাই টিকার কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তারপরও বিষয়টি কোনো সুরাহা হয়নি।

ব্লিনকেন বলেন, জানান, ভারতে টিকা তৈরির ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সে দিকে নজর দেবে আমেরিকা। তবে প্রথমে দেশের মানুষের চাহিদা মেটানোর পরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, করোনায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৬ লাখ দুই হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন এক লাখ ৮৯ হাজার ৫৪৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে রেকর্ড প্রায় সাড়ে তিন লাখ এবং মারা গেছেন ২৬শ’র বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না