শনিবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে ভারত ও নেপালের বেশ কিছু শিক্ষার্থী আটকা পড়েছে। এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়ার একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা এক মাস পিছিয়ে যাচ্ছে।
শাহরিয়ার নবী বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকাল রোববার (৯ মে) মেডিসিন অনুষদ থেকে তাকে একটি চিঠি দেওয়া হবে। তিনি মন্ত্রণালয়ের চিঠি কোড করে নোটিশ করবেন। শুক্র, শনি কর্মদিবস না হওয়ায় আজকে করা যাচ্ছে না।
এর আগে গত ৩ মার্চ এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দ্বিতীয় দফায় স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মেডিকেল কলেজের ৪ এপ্রিল-২০২১ থেকে অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস, নভেম্বর-২০২০ এবং জানুয়ারি ২০২১ পরীক্ষা কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হলো। পরে পরীক্ষার সময়সূচি জানানো হবে।
তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে ও নভেম্বর-২০২০ সালে অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।