করোনা ভাইসারের অজুহাতে দাম বৃদ্ধি, ৩১টি প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা

করোনা ভাইসারের অজুহাতে দাম বৃদ্ধি, ৩১টি প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জনআতঙ্কের সুযোগে চালসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বাড়িয়ে দেওয়ায় ঢাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ দিঅধিদপ্তরের পাঁচটি দল ও অধিদপ্তরের কর্মকর্তার সমন্বয়ে বাণিজ্য মন্ত্রলায়ের তিনটি মনিটরিং টিম ঢাকা মহানগরীর ১৬টি বাজারে চালের আড়ৎ, কেমিকেলের দোকানসহ বিভিন্ন সুপার শপে অভিযান চালায়। এসব অভিযানে ৩১টি প্রতিষ্ঠানকে চার লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, মাগফুর রহমান, আবদুল জব্বার মণ্ডল, প্রণব কুমার প্রামাণিক ও মাহমুদা আকতার অভিযানে ছিলেন।

রাজধানীর নিউমার্কেট, লালবাগ কেল্লার মোড়, বাবুবাজার চালের আড়ৎ, মিটফোর্ড, শ্যামবাজার, কারওয়ান বাজার, বনশ্রী, শান্তিনগর বাজার, খিলগাঁওয়ের তালতলা, এজিবি কলোনি, হাজারীবাগ, জিগাতলা, মিরপুর শাহ আলী পেঁয়াজের আড়ৎ, শাহ আলী চালের আড়ৎ, মিরপুর-১০ বাজার, গুলশান-২ বাজার এলাকায় এসব অভিযান চালানো হয়।

দুপুরে লালবাগ কেল্লার মোড়ে একজন পাইকারি চাল বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

অভিযান চলাকালে ষাটোর্ধ্ব এক নারী এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার কাছে বিশ্বাস ব্রান্ডের মিনিকেট চালের বস্তা ২৭৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে। ওই দোকানি ২৫৫০ টাকা দরে ওই চাল কিনেছিলেন দাবি করলেও এর পক্ষে তিনি কোনো রশিদ দেখাতে পারেননি।
চালের দাম কিছুটা বেড়ে যাওয়ার পর মিলগেট থেকে সর্বোচ্চ ২৪০০ টাকায় সবচেয়ে প্রচলিত রশিদ ব্রান্ডের চাল বিক্রি হচ্ছিল। সাধারণত অন্যান্য ব্র্যান্ডের চালগুলো রশিদের চেয়ে আরো কম দামে বিক্রি হয়ে থাকে। আর ঢাকার এই ধরনের পাইকারি দোকান গুলো সরাসরি মিল থেকে চাল সংগ্রহ করে থাকে।

গত শুক্রবার রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে রশিদ ব্রান্ডের মিনিকেট চালের ৫০ কেজির বস্তা ২৮০০ টাকা থেকে ৩৩০০ টাকার মধ্যে বিক্রি হতে দেখা গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, ওই ব্যবসায়ীসহ ওই এলাকার আরও কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন সোর্স থেকে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে তার কাছে। চাল বেচা-বিক্রিতে বিভিন্ন ধরনের কারসাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এখানে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে বিনা কারণে এ ধরনের মূল্যবৃদ্ধি এক ধরনের ডাকাতি।

তিনি বলেন, আমরা আপাতত তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করলাম এবং দোকানটি সিলগালা করে রাখলাম। এটি অন্যান্য অসাধু ব্যবসায়ীদের প্রতি একটি কড়া বার্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু