ফিলিপাইনেও করোনার ভারতীয় ধরণ শনাক্ত

ফিলিপাইনেও করোনার ভারতীয় ধরণ শনাক্ত
ফিলিপাইনে প্রথম করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

বি.১.৬১৭- নামে পরিচিত ভাইরাসটির অস্তিত্ব দেশটির দুই শ্রমিকের দেহে পাওয়া গেছে। গত এপ্রিলে তারা সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থেকে ফিরেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফিলিপাইনের মহামারিবিদ্যা ব্যুরোর পরিচালক অ্যালিথিয়া ডি গুজম্যান।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে সব ধরনের প্রবেশ সাময়িক স্থগিত রেখেছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটি।

বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, করোনার ভারতীয় এই নতুন ধরনটি তুলনামূলক বেশি সংক্রামক। শুধু তাই নয়, টিকা গ্রহণ করা ব্যক্তির রোগ প্রতিরোধও ক্ষমতা কিছুটা হলেও ভাঙতে সক্ষম ভাইরাসের নতুন এই ধরনটি। আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন, এমন ব্যক্তিকেও আবার আক্রান্ত করতে সক্ষম ভাইরাসের ডবল মিউটেশান। তাই বিজ্ঞানীরা ভারতের করোনার এই ধরন নিয়ে বেশি চিন্তিত।

করোনার ভারতীয় এ ধরনটি এরইমধ্যে কমপক্ষে ২০টি দেশে ছড়িয়ে পড়েছে। সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে ফিলিপাইনের নাম।

সবশেষ তথ্যানুযায়ী, ফিলিপাইনে ১১ লাখের বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৫৬২ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ৩০ হাজারের বেশি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া