ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু: জাতিসংঘের সভা ফের আটকে দিল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু: জাতিসংঘের সভা ফের আটকে দিল যুক্তরাষ্ট্র
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষ নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার যে জরুরি বৈঠক ডেকেছিল, যুক্তরাষ্ট্রের অমতের কারণে তা আটকে গেছে।

এর আগে বুধবার ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদ বিবৃতি দিতে যে বৈঠক ডেকেছিল, সেটিও যুক্তরাষ্ট্র আটকে দেয়।

শুক্রবারের বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে উন্মুক্ত পরিসরে হওয়ার কথা ছিল। চীন, তিউনিসিয়া ও নরওয়ে এই বৈঠকের জন্য অনুরোধ জানায়। কিন্তু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ‘আগামীকাল যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের এই প্রচেষ্টাকে সমর্থন জানাবে না।’ এর বদলে যুক্তরাষ্ট্র একটি উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘের ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার বিশেষ প্রতিনিধি টর ওয়েনেসল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘জাতিসংঘ গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অনতিবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে।’

তিনি আরও বলেন, জাতিসংঘ ‘পূর্ব জেরুজালেম, বিশেষ করে সেখানকার পবিত্র জায়গাগুলোকে ঘিরে উত্তেজনা ও সহিংসতার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে।’

তিনি আরও বলেন, ‘পরিষদের সদস্যরা সকল ধরণের সহিংসতা, উস্কানি ও ধ্বংসাত্মক কার্যক্রম অনতিবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছে। তারা আন্তর্জাতিক মানবতা ও নাগরিক সুরক্ষা আইনসহ অন্যান্য আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু ও ১১ জন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এছাড়া হামাসের রকেট হামলায় ইসরায়েলে অন্তত সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া