সংগতভাবেই এই তালিকায় নেই বিজে ওয়াটলিং। দুদিন আগেই জানিয়েছেন, ইংল্যান্ড সফরের পরই অবসর নেবেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার এই কিউই উইকেটকিপার-ব্যাটসম্যান। দুর্দান্ত খেলার পুরষ্কার পেয়ে চুক্তিতে আছেন গ্লেন ফিলিপস ও ড্যারল মিচেল।
মিচেল গত মৌসুমে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন তিন সংস্করনেই। টেস্ট ও ওয়ানডে দুটোতেই পেয়েছেন শতরান। ফিলিপস গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতরান করেন মাত্র ৪৬ বলে। এটিই দেশটির টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম শতক।
২০২১-২২ মৌসুমে চুক্তিতে আছেন যে কিউই ক্রিকেটাররা-
কেন উইলিয়ামসন, টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি'গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারল মিচেল, হেনরি নিকোলস, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার ও উইল ইয়ং।