ওরাসকম কনস্ট্রাকশনের শেয়ার কিনছেন মেলিন্ডা গেটস

ওরাসকম কনস্ট্রাকশনের শেয়ার কিনছেন মেলিন্ডা গেটস
সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দেয়া মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস মিসরের সবচেয়ে বড় নির্মাণ প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশনের শেয়ার কিনছেন। প্রতিষ্ঠানটির ৬৫ লাখ ২০ হাজার শেয়ারের সরাসরি মালিকানা পাচ্ছেন তিনি। ক্যাসকেড ইনভেস্টমেন্ট থেকে ১০ মে মেলিন্ডার নামে এ শেয়ার স্থানান্তর করা হয়। খবর গালফ নিউজ।

ওরাসকম কনস্ট্রাকশন নাসডাক দুবাই স্টক মার্কেট ও মিসরের স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রতিষ্ঠান। মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের পরোক্ষ আগ্রহ রয়েছে ২ লাখ ৬৩ হাজার ৪০৮টি শেয়ারের বিষয়ে, যা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাধারণ জারীকৃত শেয়ার মূলধনের শূন্য দশমিক ২ শতাংশ। মেলিন্ডা এ ফাউন্ডেশনের একজন কো ট্রাস্টি।

বিল ও মেলিন্ডা গেটস কয়েক বছর ধরেই একাধিক বড় শিল্প খাতে বড় আকারের বিনিয়োগ করে আসছিলেন। চলতি মাসের শুরুতে ২৭ বছরের দাম্পত্য জীবন শেষ করে বিচ্ছেদের ঘোষণা দেন বিল ও মেলিন্ডা গেটস। যৌথ এক টুইট বার্তায় সম্পর্কের ইতি টানার কথা জানান তারা। বিলিয়নেয়ার এ দম্পতির তিন সন্তান। পাশাপাশি তারা যৌথভাবে দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।

ফোর্বসের মতে, বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী বিল গেটসের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫০ কোটি ডলার। বিচ্ছেদের পর এ বিপুল সম্পদ দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। স্থানীয় কিং কাউন্টির কমিউনিটি প্রপার্টি আইন অনুযায়ী এ সম্পদ ভাগ হওয়ার কথা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া