দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। গত ১৪ এপ্রিল ভারতে সংক্রমিত হয়েছিল ১ লাখ ৮৪ হাজার। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। করোনায় এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন তিন লাখ ৭ হাজার ২৩১ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ লাখ ৩৩ হাজার ৯৩৪ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৭৮২ জন। সক্রিয় রোগী রয়েছেন ২৫ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।
ভারতের অধিকাংশ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। শুধু তামিনাড়ুতেই দৈনিক আক্রান্ত ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্র, কর্নাটক এবং কেরালায় আগের থেকে অনেক কমেছে দৈনিক সংক্রমণ। অন্ধ্রপ্রদেশে তা ১৩ হাজারে কাছাকাছি।
পশ্চিমবঙ্গেও সংক্রমণ একটু কমে ১৭ হাজারের ঘরে। উড়িষ্যাতে যদিও ১১ হাজারের বেশি আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। আসামে আক্রান্ত হয়েছে ৬ হাজারের বেশি। বাকি সব রাজ্যে ৫ হাজারের নিচে নেমেছে দৈনিক সংক্রমণ। উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগড়, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।