ভারতে করোনায় দৈনিক মৃত্যু সাড়ে তিন হাজার

ভারতে করোনায় দৈনিক মৃত্যু সাড়ে তিন হাজার
বিপর্যস্ত ভারতে করোনা মহামারির তাণ্ডব চলছেই। রাজ্যে রাজ্যে লকডাউন-সহ নানা বিধিনিষেধ জারি থাকার কারণে দৈনিক সংক্রমণের সংখ্যা ১ লাখ ৬০ হাজারের ঘরে নেমে এলেও দৈনিক মৃত্যু এখনও রয়েছে সাড়ে তিন হাজারের কাছাকাছি। রোববারও (৩০ মে) দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৪৬০ জন।

ছয় সপ্তাহ পর গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম দৈনিক সংক্রমণ দেখল ভারত। এ সময় করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন। গত শনিবার এই সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জন।

ফলে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ১৪ হাজার ৫০৮ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮শ।

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৬০ জন। ফলে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জন। তবে সুস্থতার হারও বাড়ছে ফলে স্বস্তি মিলেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩০৯ জন। দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩২০ জন। সুস্থতার হার এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৯১ দশমিক ২৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২০ লাখ ৬৩ হাজার ৮৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ কোটি ৩১ লা খ৬৬ হাজার ৬১৪ জনের। অপরদিকে একদিনে দেশে ৩০ লাখ ৩৫ হাজার ৭৪৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভারতে এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন নিয়েছেন ২১ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৬১৪ জন।

এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজধানী দিল্লি এবং কেরালায় লকডাউন বাড়ানো হয়েছে। দিল্লিতে আগামীকাল সোমবার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ৭ জুন পর্যন্ত বাড়িয়েছে স্থানীয় সরকার। সূত্র: এনডিটিভি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া