বুর্জ খলিফায় আলোয় আলোয় 'স্টে হোম, স্টে সেফ'

বুর্জ খলিফায় আলোয় আলোয় 'স্টে হোম, স্টে সেফ'
গোটা বিশ্বে এখন একটাই বার্তা। ঘরে থাকুন। নিরাপদ থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। না হলে ভাঙা যাবে না নভেল করোনা ভাইরাসের অভিঘাতের শৃঙ্খল।
দেশে দেশে শহরে শহরে তাই 'লক ডাউন'। তবু বহু জায়গায় দেখা যাচ্ছে, পরিস্থিতির গুরুত্ব না বুঝে অনেকে প্রায় অকারণেই পথে ঘাটে বেরিয়ে, ছোট বড় জমায়েত করে 'সোশ্যাল ডিস্ট্যান্সিং' বা সামাজিক দূরত্ব বজায় রাখার মূল উদ্দেশ্যটাকেই জলাঞ্জলি দিচ্ছেন। দুনিয়ার সব চেয়ে উঁচু বাড়ি, দুবাইয়ের বুরজ খলিফা তাই আলোক সজ্জায় বার্তা দিচ্ছে, 'স্টে হোম, স্টে সেফ'।
সংযুক্ত আরব আমিরাতের প্রশাসনও সাফ জানিয়ে দিয়েছে, খাবার দাবার বা ওষুধ জোগাড় করতে বা অত্যাবশ্যক কোনও কাজে বাড়ি থেকে বেরোনো যাবে, না হলে নয়। দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় আর বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, নিজেদের নিরাপত্তার কারণেই সামাজিক মেলামেশা বা ভিড় এড়িয়ে চলুন। আপাতত দু'সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান, শপিং মল, এমন কী মাছ মাংস শাক সবজির বিশাল খোলা বাজারগুলি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেল ও জরিমানাও হতে পারে। আরও বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রান্ত যাবতীয় খবর যেন সরকারের ওয়েবসাইট থেকেই দেখা হয়। গুজব যেন কেউ না ছড়ায় এবং গুজবে কান না দেয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না