বর্ষায় কাপড়ের যত্ন

বর্ষায় কাপড়ের যত্ন
বৃষ্টিতে কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি। তাই বর্ষাকালে কাপড় নিয়ে সচেতন থাকতে হবে; নিতে হবে বিশেষ যত্ন।

বৃষ্টির সময় পোশাকে কাদা লেগে গেলে প্রথমে ডিটারজেন্ট ব্যবহার না করে কাদা লাগা স্থানগুলো ধুয়ে নিন। এরপর পুরো কাপড় আলাদাভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এতে পুরো কাপড়ে দাগ লাগবে না।

বৃষ্টির দিনে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কাপড় শুকাতে বেশি সময় লাগে। যদি কাপড় ভালোভাবে না শুকায় তবে ইস্ত্রি করে নিন। এতে ভ্যাপসা ভাব থাকবে না।

আলমারিতে রাখার সময় কাপড়ের ফাঁকে ন্যাপথলিন রেখে দিন। এতে ছত্রাক থেকে কাপড় সুরক্ষিত থাকবে।

চেষ্টা করুন ঘরের ভেতর কাপড় না শুকাতে। রোদ বা বাইরের আলো ছাড়া ছড়ালে কাপড়ের জীবাণু সহজে দূর হয় না। জমে থাকা জীবাণু থেকে চামড়ায় বিভিন্ন সমস্যা হতে পারে।

বারান্দায় যেখানে বৃষ্টির পানির ছাঁট আসে না, সেদিকে কাপড় রাখুন। রোদ উঠলে রোদে দিন।

কাপড় দু-তিন দিন ভেজা থাকলে ব্যাকটেরিয়ার কারণে বাজে গন্ধ বের হয়। ডিটারজেন্ট ও অ্যান্টিসেপ্টিক লিকুইড দিয়ে কাপড়টা আবার ধুয়ে নিলে গন্ধ দূর হয়ে যায়।

রোদ উঠলে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের আলমারি, ওয়্যারড্রপ, দরজা-জানালা সব খুলে দিন। তাহলে গুমোট ভাব দূর হয়ে যাবে। ঘরে রোদ না এলে আলমারির কাপড় বিছানায় মেলে দিয়ে ফ্যান ছেড়ে দিন।

আর্দ্রতা টেনে নেওয়ার জন্য আলমারির ভেতর খবরের কাগজ রাখতে পারেন।

কাপড়ের ভাঁজে ভাঁজে চন্দন কাঠ বা গায়ে মাখার সাবান, পারফিউমের বোতল রাখলে কাপড় সুগন্ধযুক্ত থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

কাজে লাগান পুরনো টুথব্রাশ
খরচ কমাতে বছরের শুরু থেকেই করুন এই ৫ অভ্যাস
শীতে যে ৪ খাবার বাদ দেবেন না
উৎসবে বাজি-পটকা কতটা ক্ষতিকর?
শীতে কোন সময় গোসল করলে শরীর থাকবে সুস্থ?
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
কাঠবাদামের তেল কতটা উপকারী?
সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই দূর হবে খুশকি
সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়
জাল নোট চেনার সাত উপায়