করোনা ভাইরাসের কারণে সর্তকতামূলক ব্যবস্থার অংশ হিসেবে খাগড়াছড়িতে গণপরিবহণ বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম,ঢাকার উদ্দ্যেশে কোন গাড়ি ছেড়ে যায়নি। এছাড়া জেলার ৯টি উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফাঁকা সড়কে ব্যক্তিগত মোটর সাইকেলছাড়া আর কোন যানবাহনই নেই। এমনকি জরুরী সেবার কোন যানবাহন ও মালবাহী ট্রাকও দেখা যায়নি। বন্ধ রয়েছে দোকানপাট। সকাল থেকেই টহল শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নির্দেশ অমান্য করে দোকানপাট খুললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
এছাড়া পানছড়ি, মাটিরাঙা, দীঘিনালাসহ ৯ উপজেলার একই পরিস্থিতি। ফাঁকা বাস টার্মিনাল। নজরদারি বাড়াতে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে। এদিকে জেলা প্রশাসনের এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সকল ধরনের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সভা সমাবেশ, চায়ের দোকানে আড্ডা, সাপ্তাহিক হাটবাজার বন্ধ, জরুরী প্রয়োজন ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
মোঃ রাকিব হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি