১০০ কোটি ডলারের রাজস্ব পার করতে যাওয়া আলেফ হোল্ডিংকে আরও এগিয়ে নিতে চান ইমরান খান। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে পৃথিবীর বৃহত্তম দুই প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা এবং স্ন্যাপ ইনকেরও নেতৃত্ব দিয়েছেন।
আলেফ হোল্ডিংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আলেফ হোল্ডিং হচ্ছে পৃথিবীর বৃহৎ ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক অংশীদার। প্রযুক্তি খাতের খ্যাতনামা বিনিয়োগকারী ও উদ্যোক্তা ইমরান খান এই প্রতিষ্ঠানের বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগ দিচ্ছেন। তিনি আলেফ হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা ও সিইও গ্যাস্টন টারাটুটার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
বাংলাদেশে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা ইমরান খান ছোটবেলায় একজন তুখোড় তার্কিক ছিলেন। পরবর্তী সময়ে তিনি উচ্চশিক্ষার্থে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ২০০০ সালে ডেনভার বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েলস কলেজ অব বিজনেস থেকে পড়াশোনা সম্পন্ন করেন। তিনি বৈশ্বিক শেয়ারবাজারে প্রযুক্তি খাতের বৃহত্তম দুই প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আলিবাবা ও স্ন্যাপ ইনকের নেতৃত্ব দিয়েছেন। প্রগতিশীল প্রতিষ্ঠানে কাজ করা নিয়ে তাঁর বেশ সুখ্যাতি রয়েছে।
আলেফ আশা করছে, চলতি বছরে তারা ১০০ কোটি ডলার আয় করবে, যা বাংলাদেশের প্রায় সাড়ে আট হাজার কোটি টাকার সমান। নতুন বাজারে প্রবেশ ও অতিরিক্ত অংশীদার যুক্ত করে এবং বহুমুখী সেবা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এই মাইলফলক অর্জনে সাহায্য করবেন ইমরান খান।
ফেসবুক, টুইটার, লিংকডইন, স্ন্যাপচ্যাট, টুইচ ও টিকটকের মতো বৃহৎ ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে যুক্ত করে দেয় আলেফ। এসব বিজ্ঞাপনদাতার মধ্যে বৈশ্বিক ব্র্যান্ড এবং উঠতি উদ্যোক্তাও রয়েছে। আলেপ পৃথিবীব্যাপী ৭০টির বেশি বাজারে ডিজিটাল মিডিয়ার দেওয়া সুবিধাগুলো প্রতিটি কোনায় পৌঁছে দেওয়াটা নিশ্চিত করে আসছে।
আলেফ হোল্ডিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গ্যাস্টন টারাটুটা বলেন, ‘ইমরান বিপুল পরিমাণ অভিজ্ঞতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে এসেছেন। আমাদের যাত্রার পরবর্তী ধাপের জন্য তাঁর উদ্যোক্তা-চিন্তা ও বৈশ্বিক প্রযুক্তিবিষয়ক অভিজ্ঞতার সমন্বয় সম্পূর্ণ যথাযথ। ২০০৫ সালে মাত্র ৫ হাজার ডলার নিয়ে আমি এই ব্যবসা শুরু করেছি। আর আজ আমরা ১০০ কোটি মার্কিন ডলারের রাজস্ব নিয়ে বছর শেষ করার দিকে এগোচ্ছি। আলেফে আমরা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সুযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং তা অর্জনে ইমরান মুখ্য ভূমিকা পালন করবেন।’