সংবাদ সম্মেলনে হারতার্তো বলেন, নতুন এই আদেশের অনুযায়ী দেশের অফিসগুলোতে আরও দুই সপ্তাহ সীমিত সংখ্যক কর্মীর উপস্থিতি রাখতে হবে। পাশাপাশি জনগণেকে উপাসনালয়ে না গিয়ে বাড়ির ভেতরেই উপাসনা ও ধর্মীয় কার্যক্রম করতে হবে।
রোববার ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন চলতি বছর ৩০ জানুয়ারির পর গত ৫ মাসে এটি একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এর ব্যাপক প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এসব দেশের মধ্যে ইন্দোনেশিয়ার পরিস্থিতি বেশ নাজুক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা প্রায় ২০ লাখ এবং এ পর্যন্ত দেশটিতে এ রোগে মারা গেছেন ৫৪ হাজার ৬০০ জন।
সূত্র: রয়টার্স