মুম্বাইভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ (ইন্দ—রা) ভারতীয় জিডিপি নিয়ে নতুন পূর্বাভাসটি দিয়েছে। সংস্থাটি বলেছে, আগে প্রবৃদ্ধির হার ১০ দশমিক ১ শতাংশ হবে বলে প্রাক্কলন করা হলেও কোভিড অতিমারির কারণে তা আর হচ্ছে না।
ইন্দ—রা নতুন পূর্বাভাসেও জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্পর্কে অবশ্য ‘যদি তবে’র উল্লেখ করা হয়েছে। যেমন চলতি ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্ক মানুষের দেহে করোনার টিকা প্রয়োগ নিশ্চিত করতে পারলে তবেই ৯ দশমিক ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।
ভারতে চলতি জুন মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে ৩২ লাখ মানুষকে করোনা প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। তবে এই সংখ্যা ২১ জুন বেড়ে ৮৭ লাখ ৩০ হাজারে উঠেছে। যদি এভাবে টানা টিকা প্রদান কার্যক্রম চালিয়ে নেওয়া যায়, তাহলে ভারতে নতুন পূর্বাভাস অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য পূরণ হবে।
ইন্দ—রা বলছে, ‘যদি বর্তমান লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা কর্মসূচি বাস্তবায়ন করা না যায় কিংবা সরবরাহে ঘাটতির কারণে কার্যক্রমটি মাস তিনেক বিলম্বিত হয়, তবে ২০২২ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি আরও কমে ৯ দশমিক ১ শতাংশে নেমে যাবে।
করোনার প্রভাবে এখনো ধুঁকতে থাকা বিমান পরিবহন, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, ক্রীড়া, বিনোদন, হসপিটালিটি বা আতিথেয়তা প্রভৃতি খাতে ১০ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছে ইন্দ—রা।
ভারতের অর্থনীতিতে ভোগপ্রবণতা নিয়েও কথা বলেছে ইন্দ—রা। তারা জানিয়েছে, কোভিড-১৯ শুরু হওয়ার আগে থেকেই জনগণের মধ্যে ভোগের প্রবণতা কমছিল। সংস্থাটির মতে, ভারতের ২০২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্যারেন্ট, ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট (পিএফসিই) সূচক ২৬ দশমিক ২ শতাংশ ঋণাত্মক অবস্থায় রয়েছে। তবে এই সূচক ২০২২ সালে ১০ দশমিক ৮ শতাংশে নামবে বলে সংস্থাটি আশা করে।
২০২২ সালে কৃষি খাতে ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। একই সময়ে শিল্প খাতে প্রবৃদ্ধি হতে পারে ১০ দশমিক ৯ শতাংশ।
ভারতের কৃষি খাতে টানা তৃতীয় বছরের মতো এবারে উৎপাদন বৃদ্ধি পাবে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে কৃষি খাতে ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে। একই সময়ে শিল্প খাতে প্রবৃদ্ধি হতে পারে ১০ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া করোনার প্রভাবে এখনো ধুঁকতে থাকা বিমান পরিবহন, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, ক্রীড়া, বিনোদন, হসপিটালিটি বা আতিথেয়তা প্রভৃতি খাতে ১০ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পূর্বাভাস দিয়েছে ইন্দ—রা।