আনন্দবাজার পত্রিকা লিখেছে, পঞ্চম শ্রেণির ছাত্রী তুলসি। সরকারি স্কুলে পড়ে সে। স্কুলও এখন বন্ধ। অনলাইন ক্লাসের জন্য তার একটা স্মার্টফোনের খুব প্রয়োজন তার। দরিদ্র পরিবারের সেই সামর্থ্যও নেই যে তুলসিকে স্মার্টফোন কিনে দেবে।
তাই বলে তুলসি দমে যায়নি। আম বিক্রির সিদ্ধান্ত নেয় সে। সম্প্রতি তুলসি রাস্তার ধারে আম বিক্রি করছিল। তখনই আমেয়া হেত নামে এক ব্যবসায়ী তুলসির কাছ থেকে ওই ১২টি আম এক লাখ ২০ হাজার রুপির বিনিময়ে কিনে নেন।
আমেয়া জানান, স্থানীয় সংবাদমাধ্যম থেকে তিনি জানতে পেরেছিলেন তুলসি কুমারীর কথা। আর্থিক অনটনের জন্য তুলসির পড়াশোনাও বন্ধ হতে চলেছিল। তখনই তিনি সিদ্ধান্ত নেন তুলসিকে সহযোগিতা করবেন।
সেই সুযোগ আসে তুলসি গ্রামে যখন আম বিক্রি করছিল। সে সময় তার কাছ থেকে লাখ টাকার বিনিময়ে ওই আম কিনে নেন আমেয়া।
[caption id="attachment_72693" align="alignnone" width="800"] তুলসি কুমারী। ছবি: সংগৃহীত[/caption]
তুলসি জানিয়েছে, অনলাইন ক্লাসের জন্য সে আম বিক্রি করে একটু একটু করে টাকা জমাচ্ছিল স্মার্টফোন কিনবে বলে। কিন্তু হঠাৎ এক ব্যক্তি এসে তার আমগুলো এত টাকায় কিনে নেয়। এখন সে স্মার্টফোন কিনতে পারবে। করতে পারবে ক্লাস।
আমেয়া বলছেন, পড়ার জন্য তুলসির উৎসাহ তাকে অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই তুলসির সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।