কোভিশিল্ড নিলে যাওয়া যাবে ইউরোপের ৯ দেশে

কোভিশিল্ড নিলে যাওয়া যাবে ইউরোপের ৯ দেশে
ইউরোপের নয়টি দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের অনুমোদন দিয়েছে। এই দেশগুলো হলো- অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রীস, আইসল্যান্ড, স্পেন, এস্তোনিয়া, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ড।

এই অনুমোদনের অর্থ হলো, যেসব ভারতীয় কোভিশিল্ড টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন- এই সাতটি দেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের কোনো প্রকার বাধার সম্মুখীন হতে হবে না, বাধ্যতমূলক কোয়ারেন্টাইনেও তাদের থাকতে হবে না। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা ইউরোপে ওয়াইড পাস বা ডিজিটাল গ্রিন সার্টিফকেট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে। আগামী ১ জুলাই থেকে তা কার্যকর হবে।

এই টিকারই যে ডোজগুলো ভারতে তৈরি হচ্ছে, তার নাম কোভিশিল্ড। এটি প্রস্তুত করেছে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট। ভারতের গণটিকাদান কর্মসূচিতে বর্তমানে ব্যাপকহারে সেরামের তৈরি কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে।

ইউরোপীয় সংস্করণটির অনুমোদন দিলেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণটির অনুমোদন দেয়নি ইএমএ। অবশ্য ইউরোপে গ্রিন পাসের জন্য অনুমোদন পেতে আবেদন করা হয়েছে কিনা সে ব্যাপারে সেরামের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

এক আদেশে এ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ইএমএ যেসব টিকার অনুমোদন দিয়েছে, সেসবের ডোজ গ্রহণকারীদের গ্রীন পাস বা ঝুঁকিমুক্ত সনদ দেওয়া হবে এবং বর্তমান করোনা পরিস্থিতিতে যেসব যাত্রীর কাছে সেই ‘গ্রীন পাস’ থাকবে, তারা কাজ বা পর্যটনসূত্রে বাধাহীনভাবে ইইউভুক্ত দেশসমূহে ঘোরাফেরা করতে পারবেন।

এর মধ্যেই কোভিশিল্ডের অনুমোদন দিল ইইউ-এর সদস্য ৯টি দেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতোমধ্যে আশ্বাস দিয়েছেন, ইউরোপে কোভিশিল্ডের অনুমোদনের ব্যাপারে ইইউ-এর পররাষ্ট্র বিভাগের প্রধান জোসেপ বরেলের সঙ্গে আলোচনা করবেন তিনি।

সূত্র: এনডিটিভি, খালিজ টাইমস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া