লকডাউনে বেড়েছে আলু-আদা-মুরগির দাম

লকডাউনে বেড়েছে আলু-আদা-মুরগির দাম
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সর্বাত্মক কঠোর লকডাউন চলছে আজ বৃহস্পতিবার থেকে। এদিকে লকডাউনের কারণে বাজারে কিছু পণ্যের দামও বেড়ে গেছে।

বৃহস্পতিবার (০১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ও বাজার ঘুরে দেখা গেছে, আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। প্রতিকেজি আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। দু’দিন আগেও প্রতিকেজি আলুর দাম ছিল ২০ থেকে ২৫ টাকা।

এছাড়া আদার দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন আদা মানভেদে ১৪০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে গরুর মাংস কেজিতে ২০ টাকা বেড়ে ৬০০ টাকা হয়েছে।

মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা ও লেয়ার মুরগি বেড়ে ২৫০ থেকে ২৬০ টাকা হয়েছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ