জিরো কুপন বন্ডের অনুমোদন পেল এইচ আর টেক্সটাইল

জিরো কুপন বন্ডের অনুমোদন পেল এইচ আর টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদকে জিরো কুপন বন্ড ইস্যুর অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অবসায়নযোগ্য ও রুপান্তর অযোগ্য ১২৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৮৭৮ টাকার বন্ড ইস্যু করবে। যার প্রতিটির ফেসভ্যালু হবে ১ লাখ টাকা। ডিসকাউন্ট মূল্য ৮০ কোটি টাকা।

এ বন্ডের বার্ষিক ইল্ড হবে ৯ শতাংশ থেকে ৯ দশমিক ৬০ শতাংশ। তিন থেকে সাত বছরের মধ্যে যা ম্যাচিউরিটি হবে। বন্ডটি ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশী (এনআরবি) ও সাধারণ বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীদের মাধ্যমে ইস্যু করা হবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া ট্রাস্টি থাকবে সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

প্রাইড গ্রুপের রফতানিমুখী নিটওয়্যার ম্যানুফ্যাকচারার এইচআর টেক্সটাইল ১৯৯৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৫ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৮২ কোটি ৯৩ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৫৩ লাখ।

এছাড়া কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের শ্রেনী বিশ্লেষনে দেখা গেছে, মোট শেয়ারের মধ্যে ৫০ দশমিক ৬৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৬৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪০ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত