নাইজারে বন্দুক হামলায় নিহত ১৪

নাইজারে বন্দুক হামলায় নিহত ১৪
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলের এক গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন।

সোমবার (২৬ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার খবর জানিয়েছে। উল্লেখ্য, দেশটিতে ইসলামপন্থী মিলিশিয়ারা তৎপর।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় টিভিতে বিবৃতি দিয়ে জানিয়েছে, ঘাতকরা খোলা মাঠে নয় জনকে গুলি করে হত্যা করে। তিন জনকে খুন পাশের এক গ্রামে। আর দুজন স্থানীয় সময় রোববার বিকেলে বানিবাঙগৌ থেকে গ্রামে ফেরার পথে নিহত হন।

তবে রোববারের ওই হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নাইজারের পশ্চিমের টিলাবেরি অঞ্চলে আগের হামলাগুলোর জন্য স্থানীয় কর্মকর্তারা ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট এক গোষ্ঠীকে দায়ী করেছিল। গত জানুয়ারি ওই সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়ে সেখানকার অন্তত ১০০ বেসামরিক মানুষকে হত্যা করেছিল।

টিলাবেরির সঙ্গে সীমান্ত রয়েছে প্রতিবেশী দেশ মালির। ইসলামপন্থী মিলিশিয়াদের এই অঞ্চলকে কেন্দ্র করেই তাদের তৎপরতা চালিয়ে আসছে। যেই সহিংসতা ছড়িয়েছে পাশ্ববর্তী দুই দেশ নাইজার ও বুর্কিনা ফাসোতে। যা পশ্চিম আফ্রিকার দেশগুলোর জন্য শঙ্কার।

এর আগে নাইজারের জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির নিরাপত্তা বাহিনী। তবে চলতি বছর স্থানীয় জাতিগত সংঘাতের ও দ্বন্দ্বের মধ্যে ক্রমশ বেশি করে জড়েয়ে পড়ছে। যার ফলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আরও বেশি সহিংসতা দেখা দিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া