যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪ হাজারের বেশি

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪ হাজারের বেশি
করোনাভাইরাস মহামারির প্রথম ধাক্কায় বিপর্যস্ত যুক্তরাজ্যে আবারও সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ৬৫ জন। রোববার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্রিটেনে রোববার কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৪৭০ জন; যা আগের দিনের তুলনায় কিছু কম। শনিবার দেশটিতে ২৬ হাজার ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিনের সাড়ে ৮ কোটিরও বেশি ডোজ প্রয়োগ করা হয়েছে। যুক্তরাজ্যজুড়ে মোট ৮ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৯৮৬ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ১৪৫ জন অন্তত এক ডোজ এবং ৩ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৮৪১ জন করোনা টিকার উভয় ডোজ পেয়েছেন।

ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ (পিএইচই) এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র টিকাদানের কারণেই গত ২৩ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু, ২ কোটি ২০ লাখ মানুষের সংক্রমণ এবং ৫২ হাজার ৬০০ জনের হাসপাতালে ভর্তি ঠেকানো সম্ভব হয়েছে।

দেশটির স্বাস্থ্য ও সমাজসেবা মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, গত ৮ মাসে স্বাস্থ্যসেবার আওতায় যুক্তরাজ্যজুড়ে সাড়ে ৮ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। এটি এক অভূতপূর্ব অর্জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া