অর্থনৈতিক বিশৃঙ্খলায় আফগানিস্তান

অর্থনৈতিক বিশৃঙ্খলায় আফগানিস্তান
আফগানিস্তান সরকারের পতন হয়েছে। ক্ষমতা এখন তালেবানের হাতে। এতে দেশটির অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকালেই কাবুলের বাইরে এসে পৌঁছায় তালেবান সেনা। সেই খবর হতেই কাবুলের প্রায় সব সরকারি ও বেসরকারি অফিস থেকে কর্মীদের ছুটি দিয়ে দেওয়া হয়। সবাইকে বাড়ি ফেরার নির্দেশ দেয় প্রশাসন। তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গিয়েই যানজট ছড়ায়।

এতে মানুষ আতঙ্কে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেন। ব্যাংকে বিপুল মানুষের ভিড় সৃষ্টি হয়।

কয়েক মাস ধরেই তালেবানরা আফগানিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখলে নিতে শুরু করে। কিছুদিন আগে দেশটির অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করেছেন। মূলত দেশের বিভিন্ন সীমান্তের স্থানীয় রাজস্ব কার্যালয়গুলো তালেবানরা দখল নেওয়ার পর দেশটি রাজস্বসংকটে পড়ে। এরপর উপায়ান্ত না পেয়ে পদত্যাগ করেন পায়েন্দা।

২০২০ সালে করোনা মহামারির জেরে আরও অনেক দেশের মতো আফগানিস্তানের মোট দেশজ উৎপাদনের সংকোচন হয় ৩ দশমিক ৫১ শতাংশ। বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস ছিল, চলতি বছর আফগান অর্থনীতি ঘুরে দাঁড়াবে। প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ শতাংশের ওপরে। কিন্তু তালেবানরা আবার ক্ষমতায় আসার কারণে প্রবৃদ্ধির পূর্বাভাস আর খাটবে কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না