কোভিড-১৯ মহামারী এবং এর ফলে ঘোষিত লকডাউন দেশটির নৌ, ভ্রমন, মটর এবং বিমান বীমাসহ পুরো নন-লাইফ বীমা খাতের চাহিদাকে প্রভাবিত করে, যার ফলে প্রিমিয়াম সংগ্রহ আগের তুলনায় হ্রাস পেয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি নিউজ এ তথ্য তুলে ধরেছে।
কমিশনের তথ্য মতে, ২০১৯ সালে দেশটির বীমা শিল্পে মোট প্রিমিয়াম সংগ্রহ ছিল ১৯৬.৪৭২ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি। সে হিসাবে ২০২০ সালে গ্রস রিটেন প্রিমিয়াম বেড়েছে ১১.৭৭৮ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি বা ৫.৯৯ শতাংশ। তবে আগের বছরে এই প্রবৃদ্ধি ছিল ৮.৬২ শতাংশ।
দীর্ঘমেয়াদী বীমা খাতে ২০২০ সালে সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ ১০২.৯৭৪ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি। যা আগের বছরে ছিল ৮৮.৭৮৭ বিলিয়ন রুপি। অর্থাৎ খাতটিতে গেলো বছর ১৫.৯৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। পরিকল্পে নতুনত্ব, পরিচালনায় ডিজিটালাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল পুনরায় সাজানোসহ বেশ কিছু পদক্ষেপের কারণে খাতটিতে এই প্রবৃদ্ধি এসেছে।
অন্যদিকে দেশটির সাধারণ বীমা খাতে ২০২০ সালে সর্বমোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ১০৫.২৭৬ বিলিয়ন শ্রীলঙ্কান রুপি। যা আগের বছরে ছিল ১০৭.৬৮৫ বিলিয়ন রুপি। অর্থাৎ খাতটিতে গেলো বছর ২.২৪ শতাংশ প্রিমিয়াম হ্রাস পেয়েছে। মূলত মোটরযান আমদানিতে তীব্র হ্রাসের কারণে সাধারণ বীমা খাতে প্রিমিয়াম সংগ্রহ কমেছে।